করোনা ভাইরাস মোকাবেলায় আইসিটি বিভাগের ৫ উদ্যোগ

৩০ মার্চ, ২০২০ ১৯:৪৮  
নোভেল কেরানা ভাইরাস মোকাবেলায় প্রযুক্তি ভিত্তিক ৫টি উদ্যোগ বাস্তবায়ন করছে আইসিটি বিভাগ। এগুলো হলো- করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি পরিমাপের অনলাইন টুল-লাইভ করোনাটেস্ট; করোনা’র নির্ভরযোগ্য সর্বশেষ তথ্য ভিত্তিক একটি বট; তরুণ উাদ্ভাক, সফটওয়্যার প্রকৌশলী এবং বিজ্ঞানীদেরকে নিয়ে গঠিত অনলাইন প্লাটফর্ম- কল ফর ন্যাশন; প্রবাসী হেল্পলাইন এবং স্টার্টআপ বাংলাদেশ থেকে নতুন প্রযুক্তি উদ্ভাবন। সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এই টুলস গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। আইসিটি সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।